Womens Asia Cup 2022, INDW vs BANW: শেফালির অল রাউন্ডার পারফরমেন্সে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশকে হারিয়ে।
শেফালির অল রাউন্ডার পারফরমেন্সে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশকে হারিয়ে।
মহিলা এশিয়া কাপ ২০২২ এ পাকিস্তানের কাছে ভারতের হারের পর ঘুরে দাঁড়ালো ভারতের মহিলা ক্রিকেট দল। বাংলাদেশকে শনিবার ৫৯ রানে ভারত হারালো। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। ভারতের মহিলা দলের রানের জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১০০ রান করে।
মাত্র ২৪ ঘন্টা আগে পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের পর বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ালো ভারত। শনিবার বাংলাদেশ টিমকে ৫৯ রানের পরাজিত করলেন স্মৃতি মন্ধনার বাহিনী। শনিবার বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। অলরাউন্ডার পারফরমেন্স করে ম্যাচের সেরা হলেন শেফালী বার্মা। অধিনায়ক স্মৃতি মন্ধানা মাত্র ৩৮ বলে ৪৭ রান করেন।
ভারত : প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান
(শেফালি ৫৫ রান করেন, স্মৃতি ৪৭ রান করেন)
বাংলাদেশ : পরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে।
(নিগার সুলতানা ৩৬ রান করেন, ফারজানা ৩০ রান করেন)
No comments: