Header Ads

Breaking News
recent

Womens Asia Cup 2022, INDW vs BANW: শেফালির অল রাউন্ডার পারফরমেন্সে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশকে হারিয়ে।

শেফালির অল রাউন্ডার পারফরমেন্সে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশকে হারিয়ে। 

Womens Asia Cup 2022, INDW vs BANW: শেফালির অল রাউন্ডার পারফরমেন্সে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশকে হারিয়ে।

 

মহিলা এশিয়া কাপ ২০২২ পাকিস্তানের কাছে ভারতের হারের পর ঘুরে দাঁড়ালো ভারতের মহিলা ক্রিকেট দল। বাংলাদেশকে শনিবার ৫৯ রানে ভারত হারালো। ভারত প্রথমে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে ১৫৯ রান করে। ভারতের মহিলা দলের রানের জবাবে বাংলাদেশ উইকেটে ১০০ রান করে।

 

মাত্র ২৪ ঘন্টা আগে পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের পর বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ালো ভারত। শনিবার বাংলাদেশ টিমকে ৫৯ রানের পরাজিত করলেন স্মৃতি মন্ধনার বাহিনী। শনিবার বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। অলরাউন্ডার পারফরমেন্স করে ম্যাচের সেরা হলেন শেফালী বার্মা। অধিনায়ক স্মৃতি মন্ধানা মাত্র ৩৮ বলে ৪৭ রান করেন। 

Womens Asia Cup 2022, INDW vs BANW: শেফালির অল রাউন্ডার পারফরমেন্সে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশকে হারিয়ে।

ভারত : প্রথমে ব্যাট করে উইকেট হারিয়ে ১৫৯ রান

(শেফালি ৫৫ রান করেন, স্মৃতি ৪৭ রান করেন)

বাংলাদেশ : পরে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে ১০০ রান করে।

(নিগার সুলতানা ৩৬ রান করেন, ফারজানা ৩০ রান করেন)

 

বাংলাদেশের কাছে ভারতের জয়ের ফলে ম্যাচে জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে ব্যবধান বাড়িয়ে নিল ভারত। সেই সঙ্গে ভারতীয় টিম সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল। অন্যদিকে বাংলাদেশ টি ম্যাচের মধ্যে মাত্র টি ম্যাচ জয় নিয়ে চতুর্থ স্থানে রয়ে গেল। আগের ম্যাচে ভারত পাকিস্তানের কাছে হারার ফলে পাকিস্তান দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং শ্রীলঙ্কার টিম তৃতীয় স্থানে রয়েছে। তবে বাংলাদেশ হেরে গেল সেমিফাইনালে ওঠার লড়াই এখনো বাংলাদেশের কাছে রয়েছে।

No comments:

Powered by Blogger.